Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন লাকী আখন্দ

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ফুসফুসের ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি শাহবাগের ইব্রাহিম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার শুরুতে চিকিৎসার্থে কোনো আর্থিক সহায়তা নিতে অস্বীকৃতি জানালেও, এখন আর্থিক সংকট দেখা দেয়ায় তিনি সহায়তা চেয়েছেন। তিনি নিজেই তার ভক্ত ও সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে দেয়া সাক্ষাৎকারে তিনি এ সহায় চান। তিনি বলেন, সরকারের সহযোগিতা পেলে ভালো হয়। আমি আমার ভক্ত ও সরকারের কাছে চিকিৎসা সহায়তা চাইছি। উল্লেখ্য, ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ভালোই ছিলেন লাকী আখন্দ। কিছুদিন আগে হঠাৎ করেই শারীরিক সমস্যা দেখা দেয়ায় তাকে বারডেমে ভর্তি করা হয়। গত মাসে তার ব্যাংকক যাওয়ার কথা ছিল। সেখানে আরও পাঁচটি কেমো নেওয়ার কথা ছিল। আর্থিক সংকটের কারণে সেখানে যেতে পারেননি। ভর্তি হন বারডেমে। গত বছরের ১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়ায় লাকী আখন্দকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তাহখানেক পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। তখনই ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথম দফায় শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর অক্টোবরের প্রথম দিকে ঢাকায় ফেরেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নভেম্বরে আবার তাকে ব্যাংককে নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন লাকী আখন্দ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ