Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সেই পল্লী চিকিৎসকের স্ত্রীর হাতে পুলিশ প্রশাসনের আর্থিক সহায়তা

সুন্দরগঞ্জে (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ৩:৫৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত সেই পল্লী চিকিৎসক মনোয়ারুল ইসলামের (৪০) স্ত্রী ইতি বেগমের হাতে নগদ আর্থিক সহায়তা তুল দিয়েছেন পুলিশ প্রশাসন। বুধবার সকাল এগারোটার দিকে থানা কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম, এসআই সেলিম রেজা, সুন্দরগঞ্জ ডি.ডবিøউ ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ আঃ হান্নান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বারিক মজুমদার ও সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ, গত শুক্রবার গাইবান্ধা-সুন্দরগঞ্জ গ্রামীণ হাইওয়ে সড়কের উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া রাজার সংলগ্ন স্থানে পুলিশ পিক-আপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে চালক আলাউদ্দিন মজুমদার শাহিন ও আরোহী মনোয়ারুল ইসলাম গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। মনোয়ারুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ভর্তির কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্থিক সহায়তা

২২ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ