Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চীনের হাইনান প্রদেশে ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে শহর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৩:১১ পিএম

ভারি বৃষ্টিপাতে বন্যা কবলিত চীনের হাইনান প্রদেশ। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে প্রদেশের লিজি শহর। প্রায় পাঁচ ফুট উচ্চতায় উঠে গেছে বন্যার পানি। তলিয়ে গেছে অন্তত শহরের ৬০ হাজার বাড়িঘর। জারি করা হয়েছে জরুরি অবস্থা।
এদিকে প্রাণহানি এড়াতে জোর তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। ছোট নৌকায় করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ঘটেনি কোন হতাহতের ঘটনা।
হাইনান আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ চীন সাগরে ক্রান্তীয় মেঘের উপস্থিতি বাড়াবে ভয়াবহতা। চলতি সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা তাদের। সূত্র : সিনহুয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ