Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাহরিকে তালেবান কমান্ডার শের খান নিহত

সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তানে ক্লিয়ারেন্স অপারেশন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানের চরমপন্থ’ী গোষ্ঠী তাহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি)-এর কমান্ডার খাজা দীন ওরফে শের খান নিহত হয়েছেন। আইএসপিআর শনিবার জানায়, সন্ত্রাসীদের বিরুদ্ধে খাইবার পাখতুনখাওয়ার ট্যাঙ্ক জেলাতে ইন্টেলিজেন্স-বেজ্ড অপরেশন (আইবিও)-এ নিহত হয়েছেন শের খান। তার আত্মগোপনের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনও শহীদ হয়েছেন।
বৃহস্পতিবার আরেকটি বিবৃতিতে আইএসপিআর বলেছে, উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীরা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা চালালে ফ্রন্টিয়ার কোরের (এফসি) ৪ জওয়ান এবং একজন লিভাইস সাব-ইন্সপেক্টর শহীদ হন। দেশটির সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং জানিয়েছে যে, সন্ত্রাসীদের খুঁজে বের করে নির্মূল করার জন্য একটি ক্লিয়ারেন্স অপারেশন চালাচ্ছে তারা। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ