Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিবের উদ্দেশে সেলিম খান: উনি কিসের সুপারস্টার?

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান কয়েক মাস আগে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এ ঘোষণাকে কেন্দ্র করে তখন চলচ্চিত্রে তোলপাড় সৃষ্টি হয়। কেউ স্বাগত জানায়, কেউ টিপ্পনি কাটেন। এই টিপ্পনি কাটার মধ্যে ছিলেন চিত্রনায়ক শাকিব খান। তিনি তখন বলেছিলেন, অল্প বাজেটে মানহীন ১০০ সিনেমার দরকার নেই। ভালো বাজেটের একটি সিনেমাই ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট। তার এ কথার জবাব তখন সেলিম খান দেননি। তবে দুদিন আগে তার প্রতিষ্ঠান থেকে নির্মাণাধীন প্রিয়া রে সিনেমার সেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম খান বলেন, সুপারস্টার শাকিব খান বলেছিলেন, ১০০ সিনেমা বানানোর দরকার নেই। ভালো সিনেমা একটাই যথেষ্ট। ভদ্রলোকের কাছে আমার প্রশ্ন, উনি তো ভালো সিনেমা করেন। কিন্তু বর্তমানে যে সিনেমাটির শুটিং তিনি করছেন টাঙ্গাইল না পূবাইলে, তার বাজেট মাত্র ৬০ লাখ টাকা উনি যদি সুপারস্টারই হন, তাহলে ৬০ লাখ টাকা বাজেটের সিনেমা কেন করছেন? উনি তো সুপারস্টার, সরকারি অনুদানের সিনেমা করছেন কেন? তাহলে, উনি কিসের সুপারস্টার? শাকিবকে বেশকিছু অভিযোগে অভিযুক্ত করে তিনি বলেন, ‘উনি চাচ্ছেন যে, বঙ্গবন্ধুর হাতে গড়া ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক। বঙ্গবন্ধু মাত্র ১ টাকার বিনিময়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে গিয়েছিলেন। সেই ইন্ডাস্ট্রির পরিচালক, আর্টিস্ট, টেকনিশিয়ান সবাই এখানে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে আমার প্রতিষ্ঠানের ৫টি সিনেমার সেন্সর হয়েছে। ২২টি সিনেমা একসাথে শুরু করেছি। পর্যায়ক্রমে অন্য সিনেমার কাজও চলবে। সবাই মিলে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। এফডিসির কলাকুশলী, টেকনিশিয়ানরা কাজ করছেন। তাদের কর্মসংস্থান হচ্ছে। এটা হয়তো শাকিব খানের পছন্দ হচ্ছে না। তিনি চান, তিনি একাই ইন্ডাস্ট্রিতে কাজ করুক। উল্লেখ্য, ২০১৮ সালে নানা কারণে শাকিব খান যখন সমালোচনার তুঙ্গে, তাকে বয়কট করা হয়েছিল ১৭ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার তখন তার পাশে দাঁড়িয়েছিল শাপলা মিডিয়া। তাকে নিয়ে নির্মাণ করেন ‘আমি নেতা হব’ সিনেমাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপারস্টার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ