প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: আকাশ ছোঁয়ার স্বপের একেবারে শেষ প্রান্তে প্রতিযোগীরা, প্রতিটি পর্যায়ে নিজেকে প্রমাণ করছে, অপেক্ষা করছে স্বীকৃতির। কে হবেন চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার ২০১৮? গ্র্যান্ড ফিনালে আয়োজনের প্রস্তুতি চলছে দেশসেরা পাঁচ প্রতিযোগী সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজকে নিয়ে। মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন- এবছরের লাক্স সুপার স্টারকে স্বাগত জানাতে, কখন ঘোষিত হবে সেই কাক্সিক্ষত নাম। লাক্স সুপার স্টার-এর নবম আসরের জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালের নবম আসর সরাসরি স¤প্রচারিত হবে চ্যানেল আই-এ আজ রাত ৭:৩০ মিনিটে। দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় প্রতিযোগিতা ‘লাক্স সুপার স্টার’ অনুষ্ঠিত হয় লাক্স ও চ্যানেল আই-এর যৌথ আয়োজনে। শুধু সুন্দর মুখ নয়, একটি মেয়ে আরো অনেক কিছু। তার প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রম ও প্রত্যয়- সবকিছু নিয়েই একটি মেয়ে। দেখা-অদেখা সবটা মিলেই সে হয়ে ওঠে অনন্য। চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার-এর নবম আসর ৩ জানুয়ারি ২০১৮ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে- সারাদেশ থেকে অংশ নেয়া হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে নেয় সেরা ৫। গত পাঁচ মাসে ফটোশূট, অ্যাক্টিং, ড্যান্স, মডেলিংসহ বিভিন্ন টাস্কের মাধ্যমে প্রতিযোগীদের ভেতর থেকে বের করে আনা হয়েছে তাদের অদেখা প্রতিভা। লাক্স সুপার স্টারের এবারের গ্র্যান্ড ফিনালেতে থাকছে চমকপ্রদ সব আয়োজন। দেশের দর্শকদের জন্য এই আয়োজনগুলো একেবারেই নতুন- যা আগে দেখেনি কেউ কখনো। এই প্রথম একই মঞ্চে একই সঙ্গে পারফর্ম করবেন সাবেক তিন লাক্স সুপার স্টার মিম, মেহ্জাবীন ও মম। চমক হিসেবে আরো থাকছে এই সিজনের তিন বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ’র পারফর্মেন্স। একই সাথে একই মঞ্চে তাদেরও এটি প্রথম পরিবেশনা। এই দুটি পারফর্মেন্সের সাথে থাকছে লাক্স সুপার স্টারের আগের সিজনগুলোর সেরা তারকাদের পরিবেশনাও। তাদের সবাই এখন ব্যস্ত রিহার্সেলে। কে হবে নতুন লাক্স সুপার স্টার তা জানতে দর্শকরা অপেক্ষা করছেন এবং আজই তা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।