প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার ২০১৮-এর চ্যাম্পিয়ন হলেন মিম মানতাশা। প্রথম রানারআপ হন সারওয়াত আজদ বৃষ্টি এবং দ্বিতীয় রানারআপ হন সামিয়া অথৈ। তারকাবহুল এক বিশাল এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার নবম আসরের গ্র্যান্ড ফিনালে। তারকাদের এক মিলনমেলায় পরিণত হয় এই অনুষ্ঠান। বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশেন সেন্টারে উপস্থিত প্রায় দেড় হাজার দর্শক ছাড়াও দেশজুড়ে মানুষের চোখের সামনে চমকপ্রদ পারফরমেন্স করেছেন দেশসেরা পাঁচ প্রতিযোগী নাবিলা আফরোজ, সারওয়াত আজাদ বৃষ্টি, মিম মানতাশা, ইশরাত জাহিন এবং সামিয়া অথৈ। প্রতিযোগিতার বিচারক ছিলেন আরিফিন শুভ, তাহসান খান এবং সাদিয়া ইসলাম মৌ। তারা ভিন্নরূপে উপস্থিত হয়েছেন দর্শকের সামনে। প্রথমবারের মতো তারা একই মঞ্চে একসাথে পারফরমেন্স করেছেন। একই মঞ্চে একসাথে চোখ ধাঁধানো পারফরমেন্স নিয়ে মঞ্চে এসেছে লাক্স সুপারস্টার মিম, মম ও মেহজাবিন। মন মাতানো পারফরমেন্স ছাড়াও বিগত আয়োজনের লাক্স তারকা নাজিফা, সুপ্রিয়া, স্বর্ণা, হিরা, সামিয়াসহ দেশের নামকরা তারকারা পারফরমেন্স করেছেন। শুধু সুন্দর মুখ নয়, একটি মেয়ে আরো অনেক কিছু। তার প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রম ও প্রত্যয়- সবকিছু নিয়েই একটি মেয়ে। দেখা-অদেখা সবটা মিলেই সে হয়ে ওঠে অনন্য। চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার- এর নবম আসর এ বছরের ৩ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১১ মে এসে গ্র্যান্ড ফিনালেতে পেয়ে যায় মিম মানতাশাকে। গত পাঁচ মাসে কঠোর পরিশ্রম করে অদেখা প্রতিভাগুলোকে সবার সামনে এনেছেন প্রতিযোগীরা। সারাদেশ থেকে অংশ নেয়া হাজারো প্রতিযোগীর মধ্য থেকে মিম অর্জন করেন দেশসেরার খেতাব লাক্স সুপারস্টার ২০১৮। তারকাময় এই অনুষ্ঠান গত আট বারের মতো এবারের আসরেও প্রত্যাশা পূরণ করেছে দর্শকদের। উপহার দিয়েছে নতুন প্রজন্মের এবারের লাক্স সুপার স্টার ২০১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।