Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলে গেলেন পপ সুপারস্টার প্রিন্স

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার, গীতিকার ও সংগীতজ্ঞ প্রিন্স মারা গেছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে মিনেসোটার পেইসলি পার্কে এই শিল্পীর স্টুডিও কমপ্লেক্সের একটি লিফটে এই সংগীত শিল্পীকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে বিবিসির খবর। ঠিক কীভাবে ৫৭ বছর বয়সী প্রিন্সের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তবে বেশ কিছু দিন ধরে তার অসুস্থতার গুঞ্জন চলছিল। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ১৯৫৮ সালে জন্ম নেওয়া প্রিন্স তার গাওয়া প্রায় সব গান নিজেই লিখেছেন।
প্রিন্সের মুখপাত্র বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি এবং নিশ্চিত করছি যে কিংবদন্তি সংগীতশিল্পী প্রিন্স রজার নেলসন আর নেই। তার মৃত্যুর খবরে শত শত ভক্ত ও মানুষ তার বাড়ির সামনে জড়ো হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্ব একজন সৃজনশীল আইকনকে হারালো। প্রিন্সের নাম ছড়িয়ে পড়তে শুরু করে গত শতকের আশির দশকে। তার অ্যালবাম ১৯৯৯, পারপল রেইন ও দ্য টাইম তাকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। ১৯৫৮ সালে জন্ম নেওয়া প্রিন্স তার গাওয়া প্রায় সব গান নিজেই লিখেছেন।
মঞ্চে তার পরিবেশনা শ্রোতাদের মধ্যে যেন বিদ্যুৎ সঞ্চার করত। ৩৫ বছরের সংগীতজীবনে রক, ফাংক, জ্যজের জগতে প্রিন্সের উদ্ভাবনী বিচরণ ভক্ত-শ্রোতাদের দিয়েছে ৩৯টি অ্যালবাম। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলে গেলেন পপ সুপারস্টার প্রিন্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ