Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রিগেট কেনার চুক্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে : তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৯ এএম

তুরস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গ্রীস স¤প্রতি ফ্রান্সের কাছ থেকে যুদ্ধজাহাজ কেনার যে চুক্তি করেছে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে। একইসঙ্গে চুক্তিটি আঙ্কারাকে কোণঠাসা করার লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিক শনিবার এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফ্রান্সের কাছ থেকে কয়েকশ’ কোটি ইউরো মূল্যের তিনটি যুদ্ধজাহাজ কেনার যে চুক্তি গ্রীস করেছে তার প্রচÐ সমালোচনা করেন বিলজিক। তিনি বলেন, গ্রীসের সমরাস্ত্র বৃদ্ধি এবং তুরস্কের সঙ্গে সহযোগিতার পরিবর্তে আঙ্কারাকে কোণঠাসা করার প্রচেষ্টা এমন এক ভুল পদক্ষেপ যার ফলে গ্রীসের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এ পদক্ষেপের ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও বিপন্ন হবে। গ্রীস তার পানি ও আকাশসীমার পরিধি অবৈধভাবে বৃদ্ধি করতে চায়- উল্লেখ করে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এথেন্সের এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। গত মঙ্গলবার প্যারিসের অ্যালিজা প্রাসাদে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে সাক্ষাতের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, দ্বিপক্ষীয় ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’র ভিত্তিতে গ্রিস ফ্রান্সের কাছ থেকে তিনটি ‘বেলহাররা ফ্রিগেট’ কিনবে। ম্যাকরন দাবি করেন, ৩৫১ কোটি ডলার ইউরো মূল্যের এসব ফ্রিগেট তুরস্ককে হুমকিগ্রস্ত করার জন্য বিক্রি করা হচ্ছে না; বরং ভ‚মধ্যসাগর, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া ও বলকান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ চুক্তি সই হয়েছে। আনাদোলু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ