Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন দুতার্তের কন্যা কার্পিও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৯ এএম

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা সারা দুতার্তে-কার্পিও। খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড ও বার্তা সংস্থা রয়টার্স। স¤প্রচার সংস্থা এবিএস-সিবিএনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ফিলিপাইনের তৃতীয় বৃহত্তম শহর দাভাওর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন সারা দুতার্তে-কার্পিও। অবশ্য পূর্বে তিনি বলেছিলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন না। এর আগে শনিবার আচমকাই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রদ্রিগো দুতার্তে। জানিয়েছেন, আগামী বছরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়াইয়ের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিও প্রত্যাহার করে নিচ্ছেন। তার বদলি এই পদে (ভাইস-প্রেসিডেন্ট) প্রতিদ্ব›িদ্বতা করবেন তারই দীর্ঘদিনের সহযোগী সিনেটর ক্রিস্টোফার বং। এ সময় সাংবাদিকরা প্রেসিডেন্ট দুতার্তেকে জিজ্ঞেস করেন, ‘তাহলে কি এটা পরিষ্কার, সারা যাচ্ছেন?’ জবাবে তিনি বলেন, ‘এটা সারা-যাচ্ছে।’ তথ্যটি নিশ্চিত করতে জানতে চাওয়া হলে দুতার্তে-কার্পিওর মুখপাত্র মেয়র ক্রিস্টিনা গার্সিয়া ফ্রেস্কো বলেন, আমার জ্ঞানের ব্যাপ্তিও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে যা প্রকাশিত হয়েছে সেটাই। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। ফিলিপাইনের আইন অনুসারে ছয় বছরের মেয়াদে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন। মেয়াদ শেষ হওয়ার পর ওই প্রেসিডেন্ট দ্বিতীয়বারের আর নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন না। টিআরটি ওয়ার্ল্ড, রয়টার্স, আল-জাজিরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ