মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে রাজধানী কাবুলে আশ্রয় নেয়া আফগান নাগরিকদের নিজ নিজ ঘরে ফেরত পাঠাচ্ছে তালেবান। শনিবার প্রথম দফায় উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো থেকে পালিয়ে আসা এক হাজারের বেশি আফগান পরিবারকে তাদের নিজেদের এলাকায় ফেরত পাঠানো হয়েছে।
আফগানিস্তানে সাবেক সরকারের নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষ থেকে বাঁচতে উদ্বাস্তু এই আফগানরা নিজেদের বাড়ি ছেড়ে পালিয়েছিলেন।
তালেবানের শরণার্থী বিষয়ক প্রধান আবদুল মতিন রহিমজাই জানান, কাবুলের কেন্দ্রীয় শাহর-ই-নও পার্কে আশ্রয় নেয়া এক হাজার পাঁচ উদ্বাস্তু পরিবারকে বিভিন্ন ত্রাণ সংস্থার সহায়তায় তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো হয়েছে।
জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে শুধু ২০২০ সালের সংঘর্ষেই প্রায় তিন লাখ আফগান বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।
এর আগে টানা ২০ বছরের যুদ্ধে প্রায় ৩০ লাখ আফগান উদ্বাস্তু হয়েছে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার জেরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হামলার জন্য আফগানিস্তানে আশ্রয়ে থাকা আলকায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করেন। ওই সময় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের কাছে ওসামা বিন লাদেনকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেয়ার দাবি জানান বুশ।
সূত্র : আনাদোলু এজেন্সি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।