বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের রৌমারীতে চলতি বছরের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মৃত শিক্ষার্থীর নাম শিরিনা আক্তার (১৮)। বৃহস্পতিবার রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিরিনা ছাটকড়াইবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সিরাজুল ইসলাম দাঁতভাঙ্গা পোস্ট অফিসের একজন পিয়ন বলে জানা গেছে। চলতি বছর ডিসেম্বরের ২ তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থিনী হিসেবে সে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, এইচএসসি পরীক্ষার্থিনী শিরিনা আক্তারের সঙ্গে একই গ্রামের রৌমারী সরকারি কলেজের দপ্তরি শাজাহান আলীর ছেলে নাহিদ হাসানের প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্কের কথা জানতে পেয়ে শিরিনার বাবা তাকে বকাবকি করেন। এতে রাগান্বিত ও অভিমানে সে গলায় ওড়না পেঁচিয়ে বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে তার প্রেমিক নাহিদ ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে তার বাড়ি থেকে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে রৌমারী থানায় নেয়।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, এইচএসসি পরীক্ষার্থী শিরিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হচ্ছে।এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেননি।তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।