Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক সরকারের কর্মকর্তারা ‘দিবাস্বপ্ন’ দেখছেন: তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪১ এএম

আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের প্রবাসী কর্মকর্তারা দেশটিতে এখনো আগের শাসনব্যবস্থা বহাল রয়েছে বলে যে দাবি করছেন তাকে ‘দিবাস্বপ্ন’ বলে প্রত্যাখ্যান করেছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের সহকারী বেলাল কারিমি বুধবার কাবুলে এক বক্তব্যে ওই মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানের সাবেক সরকারের কর্মকর্তারা যে বিবৃতি প্রকাশ করেছেন তার বিন্দুমাত্র মূল্য নেই।

সম্প্রতি বিদেশে অবস্থানরত আফগানিস্তানের সাবেক সরকারের একদল কর্মকর্তা তালেবানের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করেন। তারা দাবি করেন, আফগানিস্তানে এখনো সাবেক শাসনব্যবস্থা চালু রয়েছে। এ কারণে বিবৃতিতে তালেবানের নেতৃত্বাধীন ইসলামি আমিরাতি শাসনকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর ৭ সেপ্টেম্বর তারা নিজেদের অন্তবর্তী সরকার ঘোষণা করে।আফগানিস্তানের ভেতরে-বাইরে এই মন্ত্রিসভা সমালোচিত হয় এবং আন্তর্জাতিক সমাজ একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানায়। সমালোচকরা বলছেন, অংশগ্রহণমূলক সরকার গঠন করার যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছিল তার সঙ্গে ঘোষিত মন্ত্রিসভার কোনো সামঞ্জস্য নেই।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Ariful Islam ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৭ পিএম says : 0
    স্বপ্ন দেখতে দিন
    Total Reply(0) Reply
  • MD Ashik MD Ashik ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৮ পিএম says : 0
    রাইট
    Total Reply(0) Reply
  • তায়েফুর রহমান ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৬:৪৩ পিএম says : 0
    স্বপ্ন দেখে আর লাভ নেই। আমেরিকা প্রভু তো ফেলে গেছে,,,কিছু করার নেই।
    Total Reply(0) Reply
  • Tareq Iqbal ৩ অক্টোবর, ২০২১, ৬:৪১ পিএম says : 0
    রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করে দেশের সুনাম নষ্ট করে এজাতীয় কুচক্রী পলাতক কাপুরুষদের ধরে ডিম থেরাপি দেওয়া উচিৎ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ