Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক দশক পর সিরিয়ায় যাচ্ছে জর্দানের বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৭ এএম

সিরিয়ায় রাজকীয় জর্দান এয়ারলাইন্সের বিমানের ফ্লাইট আবার চালু হচ্ছে। গত প্রায় এক দশকের মধ্যে এই প্রথম আম্মান থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে বিমানের ফ্লাইট যাবে।
সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় আবার বিমান চলাচল শুরু হবে। নতুন চুক্তির ফলে দু দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং ব্যবসা-বাণিজ্যও শুরু হবে।
জর্দানের পেত্রা নিউজ এজেন্সি জানিয়েছে, জর্দানের রাজধানী আম্মানে দু দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বিমান চলাচলের সিদ্ধান্ত জানানো হয়। সিরিয়া ও জর্দানের মধ্যে বাণিজ্য, পরিবহন চলাচল, জ্বালানি এবং কৃষি বিষয়ক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ওই বৈঠক হয়।
জর্দানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেল মামলাকা জানিয়েছে, আগামী ৩ অক্টোবর থেকে দামেস্কে বিমানের ফ্লাইট যাওয়া শুরু হবে।
জর্ডান ও সিরিয়ায় বিমান চালু হওয়ার ফলে দু’দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং ব্যবসা-বাণিজ্যও শুরু হবে।
জর্ডানের বাণিজ্য ও শিল্প মন্ত্রী মাহাল আলী রাষ্ট্র পরিচালিত মামলাকা টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, এই সমঝোতার লক্ষ্য আন্তঃদেশীয় ব্যবসা বৃদ্ধি করার মাধ্যমে সবপক্ষের স্বার্থ হাসিল করা। সূত্র : পার্সটুডে



 

Show all comments
  • jack ali ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৪ পিএম says : 0
    ...... Basher al Asad kiliing muslims for decades by the help of Russia, ...........................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ