প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তুরস্কের বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া সিরিয়াল দেশে প্রথম বাংলায় ডাব করে দীপ্ত টেলিভিশন। এ চ্যানেলের প্রচারিত সুলতান সুলেমান, ফাতেমাগুল সিরিয়ালগুলো বছর ব্যাপী দর্শককে মোহিত করে রেখেছে। এবার এ চ্যানেলটি প্রচার করতে যাচ্ছে তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আমাদের গল্প’। আগামী ১ আগস্ট থেকে বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটির প্রচার শুরু হবে। ধারাবাহিকে উঠে এসেছে এলিবোল পরিবারের হাসিমুখে দারিদ্রকে মেনে নেওয়ার গল্প। হাস্যরস ও বাস্তবধর্মী সিরিয়ালটি গল্পে দেখা যাবে, মাতৃহীন পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বড় বোন ফিলিয সবাইকে আগলে রেখেছে। নিজের সৌন্দর্য কিংবা ব্যক্তিগত হাসি-আনন্দ নিয়ে যার কোনো ভ্রুক্ষেপ নেই। মূলত সংসার চালাতে গিয়ে ফিলিযের নিত্যদিনের যে সংগ্রাম, তা নিয়েই এ ধারাবাহিকের গল্প এগিয়েছে। সুখে দুঃখে কাছের বান্ধবী তুলায়কে ফিলিযের পাশে এসে দাঁড়াতে দেখা যাবে। ১ আগস্ট থেকে প্রতিদিন বিকাল সাড়ে ৫টা ও রাত ৯টায় সিরিয়ালটি প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।