Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের খবরটি গুজব : তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৯ এএম

ইসলামি পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না-এমন খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান।
আফগান সম্প্রচার মন্ত্রণালয় ও কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার ক্ষেত্রে বাধা কোন নেই। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও শিক্ষার্থীরা আগের মতোই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। খবর জিয়ো টিভি
এর আগে তালেবান সরকারের নিয়োগ দেওয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশরাফ ঘাইরাত সোমবার বলেন, 'এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো।’
আর এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভুয়া খবর দিয়ে বিভ্রান্ত করতে এসব কথা ছড়ানো হচ্ছে।
তালেবান কর্তৃপক্ষ বলছে, কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কোনো সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নেই। কোনো খবর প্রকাশ করতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া উচিত।
প্রসঙ্গত, কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আশরাফ ঘাইরাতকে নিয়োগ দেওয়া নিয়ে ইতিপূর্বে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। তার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। সূত্র : জিয়ো টিভি



 

Show all comments
  • Md. Azad hossain ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৬ এএম says : 0
    তালেবান সম্পকে যত বুয়া ও মিথ্যা খবর গুলো প্রচার করে ভারতীয় মিডিয়া ও বাংলাদেশের ভারতীয় দালাল মিডিয়া। ভারেতে তো ৮০% লোকই মিথ্যা কথা বলে। যার দেশে তার ব্যাথা মিডিয়ার এত মায়া কান্না করে কেন?। যারা মিথ্যা খবর দেয় তাদের দেশ তো দুরের কথা তাদের সংসারে র শান্তি নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ