Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানরা সাময়িকভাবে রাজতন্ত্রের সংবিধান গ্রহণ করবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৪:১৪ পিএম

আফগানিস্তানের ১৯৬৪ সালের রাজতান্ত্রিক সংবিধান অনুযায়ী সাময়িকভাবে দেশটি পরিচালনা করবে তালেবান। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তালেবান নেতৃত্ব। ওই সংবিধান অনুযায়ী, নারীদের ভোটাধিকার ছিল। তবে তালেবান বলছে, কোনো কিছু তাদের মনমতো না হলে সেটা বাতিল করবে তারা।

তালেবানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী আবদুল হাকিম শারায়ি এক বিবৃতিতে বলেছেন, তারা আফগানিস্তানের ‘গণতন্ত্রের স্বর্ণযুগ’ হিসেবে পরিচিত সময়ের সংবিধানে ফিরে যাবে। ওই সংবিধান হবে স্বল্প সময়ের জন্য। তবে প্রয়োজনমতো ওই সংবিধানে সংশোধনী আনবেন তারা। তালেবানের বিচারমন্ত্রী আরও বলেন, ইসলামিক আমিরাত আফগানিস্তান সাবেক বাদশাহ জহির শাহের আমলের সংবিধানকে সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রহণ করবে। তবে ওই সংবিধানের কোনো অনুচ্ছেদ ইসলামি শরিয়া আইনের পরিপন্থী এবং ইসলামি আমিরাতের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করা হবে।

ছয় দশক আগে যখন বিশ্বের পরাশক্তিগুলো আফগানিস্তানে অনুপ্রবেশ করেনি, তখন সংক্ষিপ্ত সময়ের জন্য আফগানিস্তানে সাংবিধানিক রাজতন্ত্র চালু করেছিলেন মোহাম্মদ জহির শাহ। ১৯৬৩ সালে ক্ষমতায় আসার এক বছর পর বাদশাহ জহির শাহ সংবিধান অনুমোদন করেন। তিনি ১৯৭৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রায় এক দশক দেশটিতে সংসদীয় গণতন্ত্র চলে। ১৯৬৪ সলের সংবিধান অনুযায়ী, প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়া হয়। এ ছাড়া প্রথমবারের মতো রাজনীতিতে তাদের অংশগ্রহণের জন্য দরজা খুলে যায়।

আফগানিস্তানের বর্তমান তালেবানের দৃষ্টিভঙ্গির সঙ্গে ওই সময়ের সংবিধানের এই বিষয়টিতে পার্থক্য দেখা দিতে পারে। ২০০১ সালে মার্কিন আগ্রাসনের পর আফগানিস্তানে দেশটিতে নতুন সংবিধান গৃহীত হয়। তাতে পুরোনো রাজতন্ত্রের পরিবর্তে ২০০৪ সালে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা ন্যস্ত করা হয়। এ ছাড়া নারীর সম–অধিকার দেয়া হয়। সূত্র: ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ