মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা ‘খাদের কিনারে’ পৌঁছে গেছে জানিয়ে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তা। ইসলামিক ব্যাংক অব আফগানিস্তান এর প্রধান নির্বাহী সৈয়দ মুসা কালীম আল-ফালাহি বলেছেন, “এই মুহ‚র্তে ব্যাপক হারে নগদ অর্থ তুলে নেওয়া হচ্ছে। ব্যাংকে শুধুমাত্র অর্থ উত্তোলনের কাজই হচ্ছে, বেশিরভাগ ব্যাংক এখন চলছে না, পুরো মাত্রায় সেবা দিতে পারছে না।” সাময়িকভাবে দুবাইয়ে অবস্থান করা এই কর্মকর্তা বিবিসিকে বলেছেন, কাবুলে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়ায় দেশটির আর্থিক ব্যবস্থা ‘অস্তিত্বের সঙ্কটে’ পড়েছে। গত অগাস্টে তালেবান কাবুল দখলের পর আফগানিস্তানের অর্থনীতি এখন টালমাটাল এক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশি অনুদানের উপর নির্ভরশীল এই দেশের মোট দেশজ আয়ের ৪০ শতাংশই আসে আন্তর্জাতিক সহায়তা থেকে। কিন্তু তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের আন্তর্জাতিক তহবিল এবং সম্পদ অবরুদ্ধ করে রেখেছে। ফলে সেই অর্থে হাত দিতে পারছে না তালেবান। তবে অর্থের যোগান বাড়াতে তালেবান অন্য উৎসের সন্ধান করছে জানিয়ে আল-ফালাহি বলেন, “তারা চীন এবং রাশিয়ার দিকে তাকিয়ে আছে এবং একই সঙ্গে অন্য দেশগুলোতেও চেষ্টা চালাচ্ছে।” বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে আফগানিস্তানের পুনর্গঠনে আগ্রহ প্রকাশ করে আলোচনা শুরু করেছে চীন। তালেবানের সঙ্গে কাজও করেছে দেশটি। স¤প্রতি চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ‘গেøাবাল টাইমস’ এর এক সম্পাদকীয়তে বলা হয়, আফগানিস্তানের পুনর্গঠনে সহায়তা দেওয়ার ‘প্রচুর সম্ভাবনাময় ক্ষেত্র’ রয়েছে এবং এক্ষেত্রে চীন ‘এগিয়ে রয়েছে’। তবে আফগানিস্তানের অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে তালেবান সরকারকে বড় ধরনের চাপের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। দেশটিতে মূল্যস্ফীতি বাড়ছে এবং স্থানীয় মুদ্রা আফগানি ক্রমাগত দর হারাচ্ছে। উপার্জনের পথ হারিয়ে অর্থ সঙ্কটে মরিয়া হয়ে উঠছে সাধারণ মানুষ। জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, আফগানিস্তানের মাত্র ৫ শতাংশ পরিবার এখন প্রতিদিনের খাবারের সংস্থান করতে পারছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মত পশ্চিমা দেশগুলো জানিয়েছে, নারী এবং সংখ্যালঘুদের বিষয়ে অবস্থান পাল্টানোসহ আরও কিছু শর্ত পূরণ করলেই তারা তালেবানের সঙ্গে কাজ করবে। মার্কিন অধ্যায় শেষে আফগান জীবন। ফাইল ছবিমার্কিন অধ্যায় শেষে আফগান জীবন। ফাইল ছবিআল-ফালাহি বিবিসিকে বলেছেন, তালেবানের দেওয়া বিবৃতিতে নারীরা বাইরে কাজ করার অনুমোদন পাবে না বলে জানানো হলেও তার ব্যাংকের নারী কর্মীরা কাজে ফিরতে শুরু করেছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।