Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নানা আয়োজনে দক্ষিণাঞ্চলে শেখ হাসিনার জন্মদিন পালিত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৮ পিএম

মিলাদ, দোয়া মাহফিল মিছিল ও জনসভার মাধ্যমে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সর্বত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। বিভিন্ন পৌরসভায় এ উপলক্ষে কেক কাটা সহ শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা দোয়া মোনাজাতও অনুষ্ঠিত হয়।

বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ ফারুক শামিম-এর অনুসারীরা মিলাদ ও দেয়া মাহফিলের আয়োজন করে। নুরিয়া স্কুল মাঠে। বিকেলে সিটি করপোরেশনের এনেক্স ভবনের নিচতলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয় চত্বরে আলোচনা সভা বিশাল জনসভার রূপ নেয়। নগরীর বাইরে থেকে বিপুল সংখ্যক বাস সহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার দলীয় কর্মী ঐ সভায় যোগ দেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সম্পাদক একেএম জাহাঙ্গীর ছাড়াও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সভায় বক্তব্য রাখেন।

পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠীতেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ