বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ডুমুরিয়া বাজারে তন্ময় অধিকারী (২৭) নামে এক ভুয়া চিকিৎসককে র্যাবের অভিযানে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট ২০১০ এর ২৯ ( ১১) ধারায় এ দণ্ডাদেশ দেন। ভুয়া চিকিৎসককে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই ভুয়া চিকিৎসককে গত বছর তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সঞ্জিব দাশ ভুয়া চিকিৎসা দেয়া ও প্রেসক্রিপশনে শিশু ও মহিলা বিশেষজ্ঞ লেখায় ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে চেম্বার বন্ধ করে দেন। পরে সঞ্জিব দাশ বদলী হয়ে ডুমুরিয়া ত্যাগ করলে তন্ময় আবারও ডুমুরিয়া বাজারের মনোয়ারা সুপার মার্কেটে চেম্বার খুলে রোগী দেখা শুরু করে। কয়েক মাস আগে এক অভিযোগের ভিত্তিতে বর্তমান সহকারি কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান তন্ময়কে রোগী না দেখতে সতর্ক করে দেন। কিন্তু তন্ময় অধিকারি চেম্বার পরিবর্তন করে ডুমুরিয়া থানা সড়কের রাজ মেডিকেল হল নামে চেম্বারের ঠিকানায় রোগী দেখতে থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।