মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে চার অপহরণকারীকে হত্যা করে তাদের লাশ প্রকাশ্যে ক্রেনে করে ঝুলিয়েছে তালেবান। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমের শহর হেরাতে এ ঘটনা ঘটেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
হেরাতের ডেপুটি গভর্নর মৌলবি শির আহমাদ মুহাজির জানিয়েছেন, কাউকে অপহরণ করা হলে তা বরদাশত করা হবে না জানাতে শহরের বিভিন্ন স্থানে ৪ জনের মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল।
তিনি বলেন, ‘শনিবার সকালে নিরাপত্তা বাহিনী জানতে পারে এক ব্যবসায়ী ও তার ছেলে অপহরণ করা হয়েছে। পুলিশ দ্রুত নগরী থেকে বাইরে যাওয়ার পথগুলো বন্ধ করে দেয়। একটি তল্লাশি চৌকিতে তালেবান এক ব্যক্তিকে থামানোর পর সে গুলি ছোড়ে। তালেবান সদস্যরা পাল্টা গুলি ছুড়লে সেখানে বন্দুযুদ্ধ শুরু হয়। আমাদের এক মুজাহিদ আহত হয়েছে এবং চার অপহরণকারী নিহত হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, একটি ট্রাকে তিনটি রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। আরেকটি মৃতদেহ ক্রেনে ঝুলিয়ে রাখা হয়েছে।
আরেকটি ভিডিওতে দেখা গেছে একজন ব্যক্তিকে ক্রেন থেকে ঝুলিয়ে দেয়ার পর তার বুকে একটি সংকেতে লেখা হয়েছে: 'অপহরণকারীদের এভাবে শাস্তি দেওয়া হবে'। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।