Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকার খালি বোতলে ঝাড়বাতি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫২ এএম

কোভিডের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে প্রথম সারিতে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। কখনো করোনা আক্রান্তদের মনোবল জোগাতে নাচ-গানে ভাইরাল হয়েছেন। আবার কখনো তারা করোনা জয়ীদের উৎসাহ প্রদানে এগিয়ে এসেছেন। আর এবার তাদের সম্মানার্থে ভ্যাকসিনের খালি ভায়াল দিয়েই ঝাড়বাতি তৈরি করে ফেললেন এক নার্স। তার এই সৃষ্টি ইতোমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ওই নার্সের নাম লরা ওয়েস। তিনি মডার্না ভ্যাকসিনের হাজার হাজার খালি বোতল জোগাড় করে অভিনব ঝাড়বাতি বানিয়েছেন। বোল্ডার কান্ট্রি পাবলিক হেলথের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার বানানো ঝাড়বাতির ছবি শেয়ার করা হয়। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়।
নার্স লরা ঝাড়বাতির নাম দিয়েছেন ‘লাইট অফ অ্যাপ্রিশিয়েশন’। নামের ব্যাখ্যা দিয়ে জানান, কোভিড আক্রান্ত মানুষের চিকিৎসায় বিরামহীনভাবে যারা কাজ করছেন তারাসাহ টিকাকরণের সঙ্গে যুক্ত সবাইকে সম্মান জানাতে এই ঝাড়বাতি বানিয়েছেন। লরার মত হচ্ছে এই আলোর মাধ্যমেই অন্ধকার দশা থেকে মুক্তির স্বপ্ন দেখা হবে। সূত্র : ইন্ডিয়া টুডে, এনপিআর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ