মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি চিত্রকর্ম নিলামে বড় অঙ্কের দাম পেল। এই নিলাম করেছে ক্রিস্টিজ সংস্থা। পাঁচ লাখ পাউন্ডে ছবিটি বিক্রি হয়েছে বলে জানা যায়, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮৫ লাখ টাকারও বেশি, অর্থাৎ ৬ কোটি টাকার কাছাকাছি।
ছবিটির কোনো নাম ছিল না। কিন্তু নিলাম সংস্থা ক্রিস্টিজ ‘যুগল’ শিরোনামে নিলাম ডাকে। তবে ছবিটি বড় অঙ্কের টাকা দিয়ে কে কিনেছে তা প্রকাশ্যে আনা হয়নি। সাহিত্যে নোবেলজয়ী কবির আঁকা ছবিটি ২২.৮ ইঞ্চি লম্বা ও ২০ ইঞ্চি চওড়া। ধারণা করা হচ্ছে, ১৯৩০ বা তার আশপাশে এই ছবিটি এঁকেছিলেন রবীন্দ্রনাথ। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণ করার সময় বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে রেখেছিলেন কবিগুরু। বিক্রি হওয়া ছবিটি সেই সময়ের।সম্প্রতি প্যারিসের ‘গ্যালারি পিগাল’-এসব ছবি প্রদর্শিত হয়। তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেই ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ আন্দ্রে। তাদের উত্তরসূরিরা ছবিটি নিলাম সংস্থাকে দেন। ক্রিস্টিজ নিউ ইয়র্ক শাখার সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট বিভাগে নিলামের জন্য রাখা হয়েছিল ছবিটি। সূত্র : ডেইলি সান ইউকে, হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।