মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের পার্শ্ব বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আফগান ইস্যুতে নিজেদের এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ন্যাটোর মিত্র দেশের পরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ব্লিনকেন বলেন, আফগানিস্তানে আঙ্কারা-ওয়াশিংটন একসঙ্গে কাজ করে যাচ্ছে। এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
আর কাভুসোগলু বলেছেন, তালেবান নেতাদের হাতে চলে যাওয়া আফগান ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে সবসময়ই সহযোগিতা দিয়ে যাবে তুরস্ক। পাশাপাশি দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতাও জোরদার করা হবে।
উল্লেখ্য, আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহারের পর তুরস্ক কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা দেবে কি-না এমন ইস্যুতে বেশ কিছুদিন যাবত আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ। যদিও এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল আসেনি সেই আলোচনায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।