Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের বৈঠকে অংশ নিতে চায় তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বিশ্বের প্রায় সকল দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান অথবা প্রতিনিধি। তবে এখন এই অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দিতে চায় আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। চলতি সপ্তাহেই সেখানে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে তারা।

বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আগ্রহ প্রকাশ করেন। জাতিসংঘের একটি কমিটি এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বিবিসি জানিয়েছে, তালেবান ইতোমধ্যেই জাতিসংঘে তাদের দূতও নিয়োগ করেছে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে আফগান দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কিন্তু জাতিসংঘের নিয়ম হলো, কমিটি যতদিন সিদ্ধান্ত না নিচ্ছে, ততদিন পুরনো দূতই বহাল থাকবেন। তাই আশরাফ গনির আমলে নিযুক্ত আফগানিস্তানের দূতই আগামী সোমবার কথা বলবেন। যদিও তালেবান জানিয়ে দিয়েছে, আশরাফ গনির আমলে নিযুক্ত দূত আর আফগানিস্তানের প্রতিনিধি নন।
জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তালেবানের এই আবেদন এখন জাতিসংঘের একটি কমিটি খতিয়ে দেখবে। ৯ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।

আগামী সোমবার জাসিংঘের সাধারণ পরিষদের অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে এবং এর আগে ওই কমিটির বৈঠকে বসার কোনো সম্ভাবনা নেই। আর তাই, জাতিসংঘের বিধি অনুযায়ী- ওই কমিটি বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত বৈশ্বিক এই সংস্থাটিতে গোলাম আইজ্যাকজাই-ই আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে অবস্থান করবেন।

অন্যদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাধারণ পরিষদের বৈঠকে বলেছেন, বিশ্বের অন্য দেশগুলি যেন তালেবানের সঙ্গে আলোচনা করে। তার মতে, ''বয়কট করে কোনো লাভ হবে না। তাতে মেরুকরণ হবে। তার প্রতিক্রিয়া হবে। কিন্তু কোনো ইতিবাচক ফল হবে না।'' সূত্র : বিবিসি



 

Show all comments
  • M Akram ২২ সেপ্টেম্বর, ২০২১, ২:০০ পিএম says : 0
    অংশ নেওয়া তালেবানের সময়ের ব্যাপার
    Total Reply(0) Reply
  • Mobarak Hossain ২২ সেপ্টেম্বর, ২০২১, ২:০০ পিএম says : 0
    অধিকার দেওয়া হোক ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • Abu Naser ২২ সেপ্টেম্বর, ২০২১, ২:০১ পিএম says : 0
    দোয়া ও ভালোবাসা রইল।
    Total Reply(0) Reply
  • Fazlul Haque ২২ সেপ্টেম্বর, ২০২১, ২:০২ পিএম says : 0
    জাতিসংঘের উচিৎ তালেবানকে বৈঠকে অংশগ্রহণ এর অনুমতি দেয়া।
    Total Reply(0) Reply
  • Oli Zaman ২২ সেপ্টেম্বর, ২০২১, ২:০২ পিএম says : 0
    তাদের কে সুযোগ দেওয়া হোক
    Total Reply(0) Reply
  • Hira Akluch ২২ সেপ্টেম্বর, ২০২১, ২:০৭ পিএম says : 0
    Taliban is a government of a country. So it has right to participate in un assembly.
    Total Reply(0) Reply
  • Osmangoni Molla ২২ সেপ্টেম্বর, ২০২১, ২:১৫ পিএম says : 0
    যেহেতু একটা দেশের প্রতিনিধিত্ব তারা করছে এটা তাদের অধিকার।
    Total Reply(0) Reply
  • M.I. Mumin ২২ সেপ্টেম্বর, ২০২১, ২:২০ পিএম says : 0
    বিশ্ব মুসলিম ঐক্যের ভিত্তিতে হলেও তালেবান হযরতগনের জাতীসংঘে যোগ দেওয়ার প্রয়োজন আছে। এটা হেকমত। ইসলামে এমন কিছু বিষয় আছে যেটা অনেকে বুঝেনা।
    Total Reply(0) Reply
  • MD. HAFIZUL ISLAM ২২ সেপ্টেম্বর, ২০২১, ৩:৫৭ পিএম says : 0
    জাতি সংঘের উচিত তাঁদের (তালেবানদেরকে) সুযোগ দেওয়া।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ