Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সাকে বাঁচিয়েও লজ্জিত আরাউ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সঙ্গে সঙ্গে সুদিনও যেন তাদের ছেড়ে চলে গেছে। একক প্রচেষ্টায় বার্সাকে এখন আর জেতানোর মতো কেউ নেই, সেটা জানেন ক্লাবটির পাঁড় ভক্তরাও। কিন্তু ইদানীং দলীয় সমন্বয়েও যে জিততে পারছে না স্প্যানিশ জায়ান্টরা! সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে কেবল একবারই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।
রোনাল্ড আরাউহো শেষ মুহ‚র্তে ত্রাতার ভ‚মিকায় অবতীর্ণ না হলে গত রাতেও খালি হাতে মাঠ ছাড়তে হতো বার্সাকে। উরুগুয়েন ডিফেন্ডারের লাফিয়ে ওঠা দুর্দান্ত হেডে গ্রানাদার বিপক্ষে কোনো রকমে ১ পয়েন্ট জুটেছে তাদের। তাতে কোচ রোনাল্ড কোমানের চাকরিটাও হয়তো আরও কিছুদিন টিকে রইল।
কোচ আর দলকে উদ্ধার করেও অবশ্য তৃপ্ত হতে পারছেন না আরাউহো। ২২ বছর বয়সী তরুণ গতপরশু রাতের ড্রকে বরং লজ্জা হিসেবেই দেখছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আরাউহো বলেছেন, ‘ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতেই নেমেছিলাম। পেলাম মাত্র ১ পয়েন্ট। এটা লজ্জার! আমরা জিততে পারিনি।’
পয়েন্ট হারানোর কারণ ব্যাখ্যায় প্রথমার্ধে সেট পিস থেকে গোল খাওয়াকে দুষছেন আরাউহো, ‘প্রতিপক্ষ যখন সেট পিস থেকে গোল করে, তখন বুঝতে হবে দলে একাগ্রতার ঘাটতি রয়েছে। এ ধরনের ভুল সংশোধন করা জরুরি।’
নিজের গোল সম্পর্কে বলেছেন, ‘আমি তিনটি দারুণ হেড করেছিলাম, যার একটি কাজে এসেছে। যেকোনো উপায়ে আমি দলকে সহযোগিতা করে যেতে চাই।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ