Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম আট মাসে চীনের রাজস্ব আয় বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

২০২০ সালের তুলনায় এ বছরের প্রথম আট মাসে চীনের রাজস্ব আয় বেড়েছে ১৮ দশমিক ৪ শতাংশ। দেশটির অর্থ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে দেশটির রাজস্ব আয় হয়েছে ১৫ লাখ ১ হাজার কোটি ইউয়ান (২ লাখ ৩৩ হাজার কোটি ডলার)। পাশাপাশি জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কর রাজস্ব এসেছে ১২ লাখ ৯৬ হাজার কোটি ইউয়ান, যা গত বছরের তুলনায় ১৯ দশমিক ৮ শতাংশ বেশি। চীনের রাজস্ব আয়ের সবচেয়ে বড় খাত হলো মূল্য সংযোজন কর। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ লাখ ৫৪ হাজার কোটি ইউয়ানে পৌঁছেছে। ব্যক্তিখাতের আয়কর ২৩ শতাংশ বেড়ে ৯৩ হাজার ৯৭০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের সংগ্রহের পরিমাণ যথাক্রমে ৭ লাখ ৫ হাজার কোটি ইউয়ান এবং ৭ লাখ ৯৬ হাজার কোটি ইউয়ান। কেবল রাজস্ব আয়ই বাড়েনি, অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে ব্যয়ও বেড়েছে দেশটির। বছরের প্রথম আট মাসে শিক্ষা খাতে ব্যয় বেড়েছে ৭ দশমিক ৯ শতাংশ। স্বাস্থ্য ও চিকিৎসাসেবা খাতে সরকারের এ ব্যয় বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। সিজিটিএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ