Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে একসাথে দুই বোনের আত্মহত্যা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১:৩২ পিএম

সিলেট নগরীর আম্বরখানা মজুমদারীতে আত্মহত্যা করেছেন আপন দুই বোন। এলাকায় ৩১নং বাসার ছাদের উপরে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন তারা। আজ মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে এসএমপি এয়ারপোর্ট থানা পুলিশ। নিহতরা হলেন- ওই বাসার মৃত কলিমউল্লাহর কন্যা শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম।
জানান, আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশে। ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ।
এসআই মফিজ আরও জানান, আপন চার বোনের মধ্যে একজনের বিয়ে হয়েছে। যুক্তরাজ্যে থাকেন তিনি। বাকিদের এখনও বিয়ে হয়নি। এছাড়া এসআই মফিজুল ইসলাম বলেন, ‘ পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনরমাল (অপ্রকৃতস্থ, অস্বাভাবিক) মনে হচ্ছে। তারা চাপা স্বভাবের। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ