Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলো ৩৭ বাংলাদেশী

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৩ পিএম

আজ সোমবার সন্ধ্যায় ৩৭ বাংলাদেশী কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ। ভারতে ৩ বছর কারাভোগের পর ১৩ কিশোরী,২২ কিশোর ও ৪ জন নারীকে দেশে ফেরত পাঠানো হয়। দালালদের মাধ্যমে বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে আটক হয় এসব বাংলাদেশী নারী-শিশু ও পুরুষ। পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৩৭ জনকেই বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। কিশোর কিশোরীদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। সাড়ে তিন বছর আগে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করে দালালরা।

দেশে ফেরত আসা কিশোর-কিশোরী ও নারীরা হলেন কুমিল্লার সাহান হাওলাদার, খুলনার আনন্দ মন্ডল, মুস্তাফিজুর রহমান, শিমুল শেখ, আবুল হাসান ও মোস্তফা গাজী, যশোরের আয়শা শেখ, জেসমিন বিবি, রুহুল হোসেন, রাকিব শেখ, শাকিল শেখ ও শাকিব হাসান, গোপালগঞ্জের জোবায়ের সরদার, বাগেরহাটের লাবনি আক্তার, রহিমা খান, রাকিব, শাহিল, ফারাজি, আবু সালে শেখ, শহিদুল, রাকিব হাওলাদার, মুন্সিগঞ্জের আরিন বাইদা, সাতক্ষীরার মাজেদা খাতুন, সুশান্ত মন্ডল, হালিমা খাতুন, ঠাকুরগাঁওয়ের নিত্যনন্দ রায়, রাজবাড়ির প্রিয় বালা, সুনামগঞ্জের আমেনা খাতুন, পিরোজপুরের মুক্তা আক্তার, নড়াইলের নিশা আক্তার, আবু বক্কর, বিদি খাতুন, রাজশাহীর রোমী খাতুন, ফরিদপুরের নারগিস খাতুন, সালেহা খাতুন ,বরিশালের জুয়েল সরদার ও কুড়িগ্রামের শাহজালাল।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃঞ্চ মল্লিক জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে সাড়ে তিন বছর আগে দেশের বিভিন্ন সীমাšত দিয়ে ভারতে ব্যাঙ্গালুর শহরে যান। পরে সেখানকার পুলিশ তাদের আটক করলে ৩ বছর মেয়াদে সাজা হয় তাদের। সাজার মেয়াদ শেষে পরবর্তীতে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে় নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে আজ সোমবার তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১৩ কিশোরী,২২ কিশোর ও ৪ জন নারীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন তাদের। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করবে। যেহেতু তারা ভারত ফেরত সেহেতু তাদের ১৪ কোয়ারেন্টিনে থাকতে হবে।তারপর তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ