Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চীনে যাত্রীবাহী জাহাজ উল্টে ৮ জনের প্রাণহানি, ৭ জন নিখোঁজ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৫:২০ পিএম

চীনের গুইঝু প্রদেশের জাংকি নদীতে যাত্রীবাহী জাহাজ উল্টে আটজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে সাতজন। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে লিউপাংশুই শহরের জাংকে নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, লুইপানশুই শহরের জাংকি নদীতে শনিবার বিকেলে একটি যাত্রীবাহী জাহাজ ডুবে যায়। পরে এ ঘটনায় ৩৯ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্য থেকে আটজনের মৃত্যু হয়েছে। বাকি ৩১ জন শঙ্কা মুক্ত রয়েছে এবং এ ঘটনায় অন্তত পক্ষে আরো সাতজন নিখোঁজ রয়েছে বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরো অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র : সিনহুয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ