মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদে গতকাল পৃথক বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছে বলে এক স্বাস্থ্য কর্মকর্তা এবং স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহারের পর তালেবানদের গাড়ি লক্ষ্য করে এ হামলাগুলোই প্রথম প্রাণঘাতী বিস্ফোরণ।
নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে জানান, তিনজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। তবে স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ জঙ্গি ইসলামিক স্টেট গ্রুপের প্রাণকেন্দ্র যারা আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে এক রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করে। হামলায় ১শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়।
আফগান তালেবান সাবেক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর আগস্টের মাঝামাঝি সময়ে ক্ষমতায় ফিরে আসে এবং তারা দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।