Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈদেশিক নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে দেড় শতাধিক গণমাধ্যম বন্ধ হওয়ার পথে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৬ এএম

আফগানিস্তানের ২০টি প্রদেশে ১৫৩টি গণমাধ্যম তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে- কার্যক্রম বন্ধ করে দেওয়া গণমাধ্যমগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, অর্থনৈতিক সমস্যার পাশাপাশি বিধিনিষেধের কারণে এসব গণমাধ্যমের কার্যক্রম চালিয়ে নেওয়া যাচ্ছে না। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রেডিও, খবরের কাগজ ও টেলিভিশন চ্যানেল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও বলেছেন, আর্থিক সংকটের সমাধান না হলে এবং তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে না নেওয়া হলে আফগানিস্তানের আরও অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানকে কার্যক্রম বন্ধ করতে হতে পারে।
আফগানিস্তান জাতীয় সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি মাসরুর লুৎফি বলেন, 'ধারাবাহিকভাবে মিডিয়া বন্ধের এই ঘটনা উদ্বেগ তৈরি করেছে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই সমস্যা সমাধানে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। অন্যথায়, শিগগির এখানে সংবাদপত্রের স্বাধীনতা ও অন্যান্য নাগরিক স্বাধীনতার অবসান হবে।'
আফগানিস্তান ফেডারেশন অব জার্নালিস্টসের উপপ্রধান হুজাতুল্লাহ মুজাদাদির বক্তব্য উদ্ধৃত করে টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গণমাধ্যম সমর্থনকারী প্রতিষ্ঠানগুলো যদি গণমাধ্যমের প্রতি মনোযোগ না দেয়, তাহলে শিগগিরই দেশের বাদবাকি গণমাধ্যমগুলোও বন্ধ হয়ে যাবে।’
বন্ধ হওয়া মিডিয়া প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অর্থনৈতিক সমস্যা ও বিধিনিষেধের কারণে তারা আর কাজ করতে পারছেন না।
পাক্তিকা প্রদেশের মিলমা রেডিও সম্প্রতি বন্ধ হয়ে গেছে। ২০১১ সালে প্রতিষ্ঠিত রেডিওটিতে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ক্রীড়া সংবাদ প্রচার করা হতো।
রেডিওটির প্রধান সম্পাদক ইয়াকুব খান মঞ্জুর বলেন, 'অনুপযোগী কাজের পরিবেশ ও অর্থনৈতিক সমস্যার কারণে আমাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছি।'
তার মতে, ১৩টি প্রদেশে মিলমা রেডিওর ৩৫ জন কর্মী ছিলেন। তারা এখন সবাই বেকার।
মিলমা'র সাবেক প্রতিবেদক জামালউদ্দিন এলহাম বলেছেন, 'দুর্ভাগ্যবশত, অর্থনৈতিক সমস্যার কারণে আমাদের রেডিও বন্ধ হয়ে গেছে।'
রেডিওটির আরেক প্রতিবেদক মোহাম্মদ ইকরাম শাহাব বলেন, 'অর্থনৈতিক সমস্যার কারণে রেডিওটি কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং আমরা চাকরি হারিয়েছি।'
তালেবান অবশ্য বলছে, তারা মিডিয়া ও সাংবাদিকদের কাজের জন্য নিরাপদ পরিবেশ তৈরির চেষ্টা করবে। সূত্র : টলো নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ