Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে, আহত ৬

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫২ পিএম

গুইমারায় বাস ও কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ ৬জন গুরুতর আহত হয়।

আহতরা হলেন, বাসচালক রামগড়ের মৃত ধনজয় ত্রিপুরা ছেলে কৃষ্ণ ত্রিপুরা, নরসিংদী জেলার পলাশ থানার মালিতা এলাকার মো. সামছুদ্দিন মিয়ার ছেলে সবুজ মিয়া, গুইমারা ডাক্তার টিলা এলাকার নিখিল দেবনাথের স্ত্রী সাধনা দেবনাথসহ মোট ৬জন আহত হয়েছে ।জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস চিনকি মাওলার সাথে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গামী প্রাণ ‘আরএফএল’ কাভারভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বাস চালকসহ ৬ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ৩ জনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১ ফেব্রুয়ারি, ২০২২
২৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ