বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ির দীঘিনালায় রাতের আঁধারে পাহাড় কাটায় চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলার মেরুং ইউপির ঝুরঝুড়ি পাড়ার আবাসন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মো.আবদুর রহমান, নজরুল ইসলাম, আলমগীর মিয়া ও মো.খলিলকে দুই লাখ টাকা জরিমানা ও একটি ট্রাক জব্দ করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিল। খবর পেয়ে রাতেই উপজেলার মেরুং এলাকায় অভিযান চালানো হয়। সেখানে হাতেনাতে চারজনকে আটক করে জরিমানা করা হয়। জরিমানা না দিলে বিকল্প হিসেবে তাদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ইউএনও বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান লঙ্গন করে পাহাড় কাটায় তাদের এই জরিমানা করা হয়েছে। প্রশাসন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।