রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ি সদরে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক উপজাতি বাগান মালিক। জেলা সদরের সাতভাইয়া পাড়ায় গত বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম তন বিহারী চাকমা। খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকিরণ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের স্বজনদের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন তন বিহারী। সে সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার বাম পাশের ঘাড়ে দুইটি গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান এসআই বিকিরণ চাকমা। তিনি আরও জানান, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা সঠিক তথ্য দিচ্ছেন না। তারা প্রথমে স্ট্রোক বলে জানালেও পরে পুলিশ সুরতহাল করলে গুলির বিষয়টি জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।