Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানের অধীনে কাবুলে প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু, সহযোগিতার আহ্বান জাতিসংঘের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৯ পিএম

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার এবং আফগানদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ‘সাহায্য’ প্রদানের আহ্বান জানান। এদিকে, তালেবানরা ক্ষমতায় আসার পর সোমবার প্রথম বিদেশী বাণিজ্যিক ফ্লাইট কাবুল ছেড়ে যায়। যারা এখনও দেশ ত্যাগ করার চেষ্টা করছেন, এটি ছিল তাদের জন্য একটি আশাব্যঞ্জক ঘটনা।

গুতেরেস সহিংসতায় বিধ্বস্ত দেশটির জন্য কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ করার লক্ষ্যে জেনেভায় একটি দাতা সম্মেলনের আয়োজন করেন। সেখানে জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, দাতা দেশগুলো মোট ১২০ কোটি ডলারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তিনি এই বছরের বাকি সময়ের মধ্যে জরুরি সাহায্যের জন্য জাতিসংঘের ৬০ কোটি ডলারের আবেদনের জন্য কতটা বরাদ্দ করা হয়েছে তা বলেননি।

আফগানিস্তানে শীতের আগমনের সাথে সাথে ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়া অনেকের জন্য অপুষ্টি, এবং এমনকি অনাহারের আশঙ্কার মধ্যে জাতিসংঘ এই আবেদন জানিয়েছিল। গুতেরেস বলেছিলেন যে, তিনি বিশ্বাস করেন ইসলামপন্থী গোষ্ঠীটির সাথে মানবাধিকারের যথাযথ উন্নতির জন্য সাহায্য ব্যবহার করা যেতে পারে। জাতিসংঘের মহাসচিব জেনেভা আলোচনায় অংশ নেয়া মন্ত্রীদের বলেন, ‘প্রকৃত কর্তৃপক্ষের (তালেবান) সাথে যোগাযোগ না করে আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদান করা অসম্ভব।’ তিনি বলেন, ‘বর্তমান মুহূর্তে তালেবানদের সাথে সম্পৃক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ।’

গুতেরেস দেশগুলোকে ‘আফগান অর্থনীতিতে নগদ সাহায্যের অনুমতি দেয়ার উপায় খুঁজে বের করার’ আহ্বান জানিয়েছিলেন যাতে আফগানিস্তান এবং বৃহত্তর অঞ্চলের জন্য ‘ধ্বংসাত্মক পরিণতি’ হতে পারে এমন একটি সম্পূর্ণ পতন এড়ানো যায়। তিনি বলেন, ‘আমি মনে করি না যে, যদি কোনো দেশের প্রকৃত যদি কর্তৃপক্ষ অসদাচরণ করে, তাহলে তার সমাধান হিসাবে তাদের জনগণকে শাস্তি দেয়া উচিত।’

এদিকে, কাবুলের পরিস্থিতি স্থিতিশীল না হলেও, তালেবানরা ক্ষমতায় আসার পর প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের প্রস্থান আফগানদের এখনও আশার আলো দেখাচ্ছে। বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফের দেয়া তথ্যমতে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি জেট সোমবার কাবুলে পৌঁছায় এবং সেখান থেকে ৭০ জন যাত্রী নিয়ে ইসলামাবাদে ফিরে আসে। যাত্রীদের বেশিরভাগই ছিলেন আফগান যারা আন্তর্জাতিক সংস্থার কর্মীদের আত্মীয় ছিলেন। তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ব ব্যাংকে কর্মরত ৩৫ বছর বয়স্ক একজন যাত্রী বলেন, ‘আমাকে সরিয়ে নেয়া হচ্ছে। আমার চূড়ান্ত গন্তব্য তাজিকিস্তান। আমি এখানে ফিরে আসব শুধুমাত্র যদি পরিস্থিতি মহিলাদের কাজ করতে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়।’ সূত্র: ২৪ ম্যাটিনস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ