মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবান দাবি করেছে যে, পাঞ্জশির উপত্যকায় তালেবানবিরোধী শক্তির অন্যতম নেতা হয়ে ওঠা আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের বাসা থেকে ব্যাগ ভর্তি মার্কিন ডলার এবং সোনার বার উদ্ধার করা হয়েছে।
তালেবানের মাল্টিমিডিয়া শাখার প্রধান আহমদুল্লাহ মুত্তাকি টুইটারে সালেহের বাসভবনে অভিযানের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তালেবান যোদ্ধারা বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণের বার দিয়ে স্যুটকেস নিয়ে বসে আছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তালেবান যোদ্ধাদের নগদ অর্থের গাদা গুনতে দেখা যায়। মুত্তাকি দাবি করেন, সালেহের বাসা থেকে ১৮ টি স্বর্ণের বারসহ মোট ৬৫ লাখ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।
গত সপ্তাহে সালেহের ভাই রোহুল্লাহ আজিজিকে তালেবানরা মৃত্যুদণ্ড দেয় বলে তার ভাতিজা এবাদুল্লাহ সালেহ দাবি করেছিলেন। সালেহ ভাই নিহত হওয়ার খবরটি তালেবান বাহিনী পাঞ্জশিরের প্রাদেশিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়ার কয়েক দিন পরে আসে। এটিই ছিল সর্বশেষ প্রদেশ, যেখানে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া হয়েছিল। এবাদুল্লাহ রয়টার্সকে পাঠানো বার্তায় বলেন, ‘তারা আমার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারা গতকাল তাকে হত্যা করেছে এবং আমাদের তাকে দাফন করতে দেবে না। তারা বলতে থাকে তার লাশ পচে যেতে দিতে হবে।’
তালেবানের তথ্য পরিষেবা আলেমারার উর্দু ভাষায় বলা হয়েছে যে, ‘রিপোর্ট অনুযায়ী’ রোহুল্লাহ সালেহ পাঞ্জশিরে যুদ্ধের সময় নিহত হয়েছেন। ন্যাশনাল ডিরেক্টরেটরেট অফ সিকিউরিটি (এনডিএস) -এর সাবেক প্রধান সালেহ, পশ্চিমা সমর্থিত সরকারের গোয়েন্দা সংস্থা, যা গত মাসে ভেঙে পড়েছিল, যদিও তার সঠিক অবস্থান এখনও স্পষ্ট নয়।
সূত্র: ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।