মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার শেষে রোববার থেকে বিমান চলাচল শুরু হয়। বিমান চলাচলে কারিগরি সহায়তা করছে কাতার ও তুরস্ক। শিগগিরই বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা কর্তৃপক্ষের। গত মাসে গনি সরকারের পতনের পর থমকে যায় আফগানিস্তান। বন্ধ হয়ে যায় সবকিছু। ভেঙে পড়ে যোগাযোগব্যবস্থা। বন্ধ হয়ে যায় সব ধরনের ফ্লাইট চলাচল। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলেও আন্তর্জাতিক বিমানের নিয়ন্ত্রণ ছিল মার্কিন সেনাদের কাছে। পরে ৩১ আগস্ট কাবুল বিমানবন্দর ছেড়ে যায় যুক্তরাষ্ট্র। সেই সাথে শেষ হয় আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের মার্কিন অভিযান। তালেবানের ক্ষমতা গ্রহণের প্রায় এক মাস পর অবশেষে দেশটিতে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়। রোববার কাবুল বিমানবন্দর থেকে কয়েকজন যাত্রী নিয়ে উড্ডয়ন করে আফগানিস্তানের বেসরকারি এয়ারলাইন্স কোম্পানির একটি যাত্রীবাহী বিমান। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, প্রথম দিন একটি ফ্লাইট চালু হলেও দিনে দিনে এই সংখ্যা আরও বাড়বে। অবকাঠামো সংস্করণের পর শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলে আশা কর্মকর্তাদের। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর মহাপরিচালক মৌলভী আব্দুল হাদি হামাদন বলেন, বিমানবন্দরের কার্যক্রম পুরোদমে চালু করতে কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। টিআরটি ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।