Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে ব্যাপক সহায়তা দিচ্ছে আমিরাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১০:০১ এএম

তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মুসলিমবিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধ দেশ ‘সংযুক্ত আরব আমিরাত’ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র। কাতার, কুয়েত ও বাহরাইনের পাশাপাশি এই দেশটিও যুক্তরাষ্ট্রকে কাবুল থেকে সেনা ও আফগান জনগণকে সরিয়ে নিতে সহায়তা করেছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমানবন্দর নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক পরিচালক সাইফ ইব্রাহিম মোয়ারাফি বলেন, গত ৩ সেপ্টেম্বর থেকে আরব আমিরাত সরকার আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য ‘এয়ার ব্রিজ’ স্থাপন করেছে।
তিনি বলেন, সেই থেকে এখন পর্যন্ত আমরা দৈনিক ১১টি ফ্লাইট গ্রহণ করছি, ২৫৫ টন খাদ্য ও মেডিকেল সহায়তা পরিচালনা করেছি।
শনিবারও সংযুক্ত আরব আমিরাতের দুইটি বিমান আফগানিস্তানে মেডিকেল, রান্নার তেল, পাওডার মিল্কসহ খাদ্য প্যাকেজ আনলোড করে।
তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান থেকে যে ১ লাখ ২০ হাজার মানুষ পালিয়েছে তার দুই তৃতীয়াংশ সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অবতরণ করে। সেখান থেকে তারা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে যায়।
উপসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে সবেচেয়ে বেশি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে কাতারে। এই দেশটি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে।
তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ দেশ কাবুল থেকে দূতাবাস কাতারে স্থানান্তরিত করেছে।
১৯৯৬-২০০১ সালে তালেবান সরকারকে যে তিনটি দেশ স্বীকৃতি দিয়েছিল তার অন্যতম ছিল সংযুক্ত আমিরাত। আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুল থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছে। সূত্র: আল আরাবিয়া



 

Show all comments
  • Rezaul Karim ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:২২ এএম says : 0
    এই দান শুধু দান না, এটা ইসলাম প্রতিষ্ঠার হাতিয়ার!
    Total Reply(0) Reply
  • পান্নু ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৯ এএম says : 0
    সংযুক্ত আরব আমিরাতকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • মুহাম্মদ শফী ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৪ পিএম says : 0
    এভাবে সকল মুসলিম দেশের এগিয়ে আসতে হবে।
    Total Reply(0) Reply
  • গিয়াস উদ্দীন ফোরকান ১২ সেপ্টেম্বর, ২০২১, ১:১০ পিএম says : 0
    এভাবে সকল মুসলীম দেশগুলো উচিত আফগান সরকারের পাশে দাঁড়ানো
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ১২ সেপ্টেম্বর, ২০২১, ১:১১ পিএম says : 0
    এরাই প্রকৃত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাই এদেরকে সহযোগিতা করা প্রত্যেকটি মুসলিম দেশের কর্তব্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ