Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগানিস্তানকে বিচ্ছিন্ন করে রাখার পরিণতি নিয়ে কুরাইশির হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তানকে ঘিরে ইতিবাচক মনোভাব পোষণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশটিকে বিচ্ছিন্ন করে রাখলে তা আফগান জনগণ, এ অঞ্চল ও বৃহৎভাবে বিশ্বের জন্য জন্য মারাত্মক পরিণতি নিয়ে আসবে। -খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউন। স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই নেতার মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুরাইশি বলেন, আফগানিস্তানকে বিচ্ছিন্ন করে রাখার পরিণতি হবে মারাত্মক। তা আফগান জনগণ, এ অঞ্চল ও বিশ্বের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। আফগানিস্তানকে নিয়ে আমাদের ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। আফগানিস্তানের নতুন বাস্তবতাকে মেনে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্যই সবার উচিত তালেবানের সাথে কাজ করা। দেশটিতে যাতে কোনো মানবিক সংকট দেখা না দেয়, বিশ্বের উচিত সে দিকে খেয়াল রাখা। আফগানিস্তানের জন্য তহবিল সংগ্রহ করতে জেনেভায় একটি সম্মেলন আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন কুরাইশি। গত দুই দশকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তাদের পুতুল সরকার তাদের কার্যালয়ে যা করেছে, তা পতিতাবৃত্তি ছাড়া আর কিছু? তখন গণমাধ্যম এ নিয়ে কী বলেছিল? আপনি সব নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ আনতে পারেন না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমি সব আফগান নারীকে বুঝাইনি। চারজন নারী রাস্তায় প্রতিবাদ করছেন, তারা সব আফগান নারীর প্রতিনিধিত্ব করতে পারেন না। যারা আফগানিস্তানে সন্তান জন্ম দিয়ে নাগরিক বাড়াচ্ছেন, সন্তানদের ইসলামিক নৈতিকতা শিক্ষা দিচ্ছেন- ওই প্রতিবাদকারী নারীরা তাদের প্রতিনিধিত্ব করছেন না। আফগানিস্তান থেকে মার্কিন সেনাপ্রত্যাহারের পর দেশটি থেকে আমেরিকানদের অন্যত্র সরিয়ে নিতে সহযোগিতা পেয়ে তালেবানের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটি জানায়, তালেবান দক্ষ ও সহায়ক। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন বলেন, কাতার এয়ারওয়েজের একটি চার্টারড ফ্লাইটে কাবুল থেকে লোকজনকে দোহায় সরিয়ে নেওয়া ছিল ইতিবাচক প্রথম পদক্ষেপ। তিনি বলেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার্টার ফ্লাইটে মার্কিন নাগিরক ও আফগানিস্তানের আইনগত বৈধ স্থায়ী বাসিন্দাদের সরিয়ে নিতে তালেবান সহযোগিতাপূর্ণ আচরণ করেছে। তারা আমাদের সাথে নমনীয়তা দেখিয়েছে দক্ষতা ও পেশাদার আচরণ করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, প্রায় চল্লিশ মার্কিন নাগিরক কিংবা আফগানিস্তানের স্থায়ী বাসিন্দাকে ফ্লাইটে উঠতে বলা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে ২১ জন সাড়া দিয়েছে। সামনে আরও ফ্লাইট পরিচালনা করবো আমরা। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, শতাধিক আমেরিকান নাগরিক আফগানিস্তানে রয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ডন, এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ