Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাটুরিয়ায় সৎ ভাইয়ের ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, অ‌ভিযুক্ত গ্রেফতার

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৮ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলার জালশুকা গ্রামে ছোট বোনকে (১৪) ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে সৎ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্তঃসত্ত্বা ওই কিশোরীর মা সাটুরিয়া থানায় সৎ ছে‌লে সুজন মিয়াকে (২২) আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছে।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আসামি সুজনকে টাঙ্গাইলের দেলদুয়ার এলাকা থেকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ।
এর আগে ঘটনাটি বৃহস্পতিবার রাতেই এলাকায় জানাজানি হয়। অন্তঃসত্ত্বা ওই কিশোরী ও আসামি একই বাবার সন্তান।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে নিজের সৎ ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে আসছে ওই কিশোরী। ধর্ষণে বাধা দিতে গেলে মারধর করা হতো তাকে। ওই কিশোরীকে বিভিন্ন সময় নিজ ঘরে ধর্ষণ করত লম্পট সৎ ভাই সুজন মিয়া (২২)। সুজন পেশায় মিষ্টি দোকানের কর্মচারী।
মাকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পায়নি বলে অভিযোগ কিশোরীর। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি এতদিন। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে মাকে সে পুরো ঘটনা খুলে বলে। পরে আলট্রাসনোগ্রামে ধরা পড়ে কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানায়, ওই কিশোরীর মা সাটুরিয়া থানায় মামলা দায়ের করেছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি সুজন মিয়াকে টাঙ্গাইলের দেলদুয়ার থেকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অন্তঃসত্ত্বা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ