Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের ৮ দিন পরও উদ্ধার হয়নি অন্তঃসত্ত্বা গৃহবধূ গ্রেফতার ২

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ধামরাইয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসার সময় সাত মাসের অন্তঃসত্ত্বা ইভা নামের এক গৃহবধূ  গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। গৃহবধূর স্বামী হযরত আলী  থানায় মামলা দায়ের করলে জড়িত সন্দেহে ওই গৃহবধূর  বান্ধুবীসহ স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে গত মঙ্গলবার আদালতে প্রেরণ করলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে নিখোঁজের পরিবার উদ্বিগ্ন আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। ইভা ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইলের মৃত হারুন অর রশিদের একমাত্র মেয়ে। তাকে প্রায় তিন বছর পূর্বে উপজেলার মাকড়খোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাহিনুর ইসলামের সাথে বিয়ে দেন। ইভার মা শিল্পী বেগম দীর্ঘ কয়েক বছর প্রবাসে ছিল। প্রবাসে থাকাকালীন ইভার নামেই  টাকা পয়সা পাঠাতো তার মা। পুলিশ ও পরিবার থেকে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে ইভা তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর সে আর বাবার বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পাওয়া গেলে ধামরাই থানায় বিষয়টি অবহিত করে ইভার স্বজনরা। পরে বিভিন্ন সূত্রে শনিবার রাতে আছিয়া নামে ইভার এক বান্ধবীকে সাভারের আমীনবাজার থেকে আটক করে ধামরাই থানা পুলিশ। পরের দিন আবার স্বামী হযরত আলীকে গ্রেফতার করে। তাদের রিমান্ডে আনলেও সন্ধানের ব্যাপারে কোন তথ্যই মিলেনি। ইভার মা শিল্পী বেগম জানান, তার মেয়ের কাছে প্রায় ষাট হাজার টাকা, ব্যাংকের চেক বহি ও প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার ছিল। ইভার খালাত মামা সুজন সিকদার জানান, গত শুক্রবার তার মোবাইলে ম্যাসেস দেয় ইভা। এতে লেখা ছিল খুব বিপদে আছি। আর ওইদিন সকাল ৯টা ৫০ মিনিটের সময় মোবাইল ফোনে বলছিল আমি উঁচু এক ব্রীজে উঠতেছি তবে জায়গার নাম বলার আগেই বিচ্ছিন করে দেয় সংযোগটি। এরপর থেকে ইভার মোবাইল ফোন নম্বরটি বন্ধ রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, এজহাজভুক্ত ২ আসামীকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছি দেখা যাক কি করতে পারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজের ৮ দিন পরও উদ্ধার হয়নি অন্তঃসত্ত্বা গৃহবধূ গ্রেফতার ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ