নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনবারের গ্ল্যান্ড স্ল্যাম জয়ী আঞ্জেলিক কেরবার। তাই আসছে ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির এই তারকা। নিউ ইয়র্কে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম আসর শুরু হবে আগামী সোমবার। তার ঠিক ৫ দিন আগে গতপরশু রাতে টুইটারে মা হতে যাওয়ার খবর দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতাটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন কেরবার। ৩৪ বছর বয়সী কেরবার সবশেষ খেলেছেন গত উইম্বলডনে। সেখানে বেলজিয়ামের এলিস মের্টেন্সের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি।২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ পান কেরবার। একই বছর জেতেন ইউএস ওপেন। সঙ্গে ওঠেন মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষে। দুই বছর পর তিনি তৃতীয় মেজর জেতেন উইম্বলডনে। বললেন, খুব করে চেয়েছিলেন এবারের ইউএস ওপেনে খেলতে, ‘সত্যিই আমি ইউএস ওপেনে খেলতে চেয়েছিলাম। কিন্তু সিদ্ধান্ত নিলাম, একজনের বিরুদ্ধে দুজনের খেলা ঠিক হবে না। সামনের কয়েক মাস টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্ব ভ্রমণ থেকে বিরতি নেব, আমি বিশ্বাস করি এটিই যুক্তিসঙ্গত। সবাইকে মিস করব আমি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।