Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে প্রতিবন্ধী মেয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা

নিরুপায় হয়ে আদালতে মামলা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:২৩ পিএম

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের ইলিয়াস মোল্যার প্রতিবন্ধী মেয়ে রহিমা (২৫) কে একই গ্রামের প্রবাসী নিজকাম মোল্যার ছেলে সুমন (২০) দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ধর্ষণ করে আসছে, এ ঘটনার ৩-৪ মাস পরে বিষয়টি জানাজানি হলে ছেলে মেয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন গোপনে আপোষ মীমাংসার চেষ্টা চালালে উভয় পক্ষ ব্যর্থ হয়ে গত ২৪ জুন মেয়ের পিতা বাদী হয়ে ফরিদপুর আদালতে সুমন ও সুমনের পিতা-মাতাকে আসামী করে মামলা করেন। এ বিষয়ে সাংবাদিকবৃন্দ সরজমিনে গিয়ে অভিযুক্ত সুমনের পরবারের নিকট জানতে চাইলে সুমনের মাতা সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনার সাথে আমার ছেলে একা জড়িত নয়। শুনেছি এ ঘটনার সাথে আরো ৪ জন জড়িত ছিল তারা হলেন একই গ্রামের মোহাম্মদ, আজাদ, হানিফ সর্ব পিতা রকমান, রকমানের ভাগনে মোস্তফা, পিতা অজ্ঞাত, মাতা আমেনা সুমনের মাতা আরো বলেন আমারা খেয়ে পরে ভালো আছি তাই মেয়ের পিতা সরজন্ত্র পূর্বক আমাদের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় এই মামলা করেছেন। এ বিষয়ে ধর্ষিতা পতিবন্ধী মেয়ের পিতা নুরইসলাম বলেন আমার অসহায় প্রতিবন্ধী মেয়েটি হাটতে চলতে পারে না কোন রকম ভাবে চার হাত পায়ে চলে ফেরে সে এখন ৯ মাসের অন্তসত্বা হয়ে অসুস্থ অবস্থায় বেঁচে আছে। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে এই ঘটনার বিচার চেয়ে দারে দারে ঘুরছি। বিচার না পেয়ে নিরুপায় হয়ে আদালতে স্বরনাপর্ণ হয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অন্তঃসত্ত্বা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ