মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে আজ ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে তালেবানের অন্তবর্তীকালীন সরকার। দলটির সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান, ভারত এবং ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান দলের সূত্রে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর দিনটিতে শপথ অনুষ্ঠানের জন্য বেছে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ১১ সেপ্টেম্বরের শপথে যুক্তরাষ্ট্রকেও বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে তালেবান নেতারা। তবে আমন্ত্রণ জানানো দেশগুলো শপথে অংশ নেবে কিনা তা এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজধানী কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর গত ৭ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা করে তালেবান গোষ্ঠী। আফগানিস্তান থেকে অপরিকল্পিতভাবে সেনা প্রত্যাহার করায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে সঙ্কটের জন্য তাদেরকেই দায়ী করা হয়েছে। এর মধ্যেই আমেরিকার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছেন তালেবান মন্ত্রীরা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চীন, তুরস্ক, ইরান, পাকিস্তান, কাতার, আমেরিকার পাশাপাশি ভারতকেও আমন্ত্রণ জানিয়েছে তালিবান। তালিবানের মুখপাত্রের কথায়, ‘আফগানিস্তানে শান্তি ও স্থিতি ফেরাতে বিনিয়োগ দরকার। আমরা চীন সহ আমাদের পড়শিদের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চাই।’ যদিও বেশিরভাগ দেশ এখনও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়ার বিষয়ে চুপ রয়েছে। ক্ষমতায় আসার পর তালিবান জানিয়েছিল, তারা বদলে গিয়েছে। মেয়েদের সরকার, প্রশাসনে সামিল হতে দেবে। পড়তে দেবে। তবে তারপরেও ভারত সহ বিদেশি রাষ্ট্রগুলো উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।