নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রশিদ খান অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন অধিনায়ক বেছে নিল আফগানিস্তান। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটিকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবি। টুইট বার্তায় নবি নিজেই বিশ্বকাপে নেতৃত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
অভিজ্ঞ অলরাউন্ডার নবি এর আগেও দেশটিকে নেতৃত্ব দিয়েছেন। তাই বলা যায় তিনি অধিনায়কত্ব ফিরে পেলেন।
গতপরশু আফগানিস্তান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে। এর আধ ঘণ্টা না পেরোতেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন রশিদ খান। টুইট বার্তায় বলেন, দল নির্বাচনে তার কোনো মতামতই নেওয়া হয়নি। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
রশিদ সরে দাঁড়ানোয় বিকল্প কাউকে বেছে নিতে হতো আফগান ক্রিকেট বোর্ডকে। যথাযোগ্য বিকল্প হিসেবে আসগর আফগানের নামও ঘোরাফেরা করছিল। তবে কিছুদিন আগেই আসগরের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার পর পুনরায় তার শরণাপন্ন হতে চায়নি আফগানিস্তান বোর্ড। তাই নবিকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।