Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফেরার নির্দেশ তালেবানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

পলাতক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছন আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। সাবেক সরকারের অনেক কর্মকর্তা-কর্মচারী তালেবানের ভয়ে হয় দেশ ছেড়েছে নত্বুা দেশের ভেতরেই পলাতক অবস্থায় রয়েছে। ২০ বছর পর ক্ষমতায় ফিরে গত মঙ্গলবার সরকার গঠন করে গোষ্ঠীটি। এর পরপরই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহবান জানানো হলো। প্রধানমন্ত্রী হাসান আখুন্দ বলেছেন, তালেবান তাদের ‘নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দেবে।’ তিনি জানান, কূটনীতিক, দূতাবাস ও ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দেবে অন্তর্বর্তী সরকার। তালেবান অঞ্চল ও অঞ্চলের বাইরের দেশগুলোর শক্তিশালী সম্পর্ক ও ইতিবাচক মনোভাব তৈরি করতে চায়। তালেবানের এই সহ-প্রতিষ্ঠাতা বলেন, ‘আফগানিস্তানের ইতিহাসে এই ঐতিহাসিক মুহ‚র্তের জন্য আমরা প্রচুর অর্থনৈতিক ক্ষতি ও প্রাণহানির শিকার হয়েছি। আফগানিস্তানে মানুষদের জন্য রক্তপাত, হত্যা ও অবমাননার পর্যায় শেষ হয়েছে এবং আমরা এর জন্য মূল্য দিয়েছি।’ আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ