মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমনই এক রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মিসরের এক তরুণ প্রকৌশলী।
পানিই জীবন, পানিতেই প্রাণ। পৃথিবীর বাইরে বাসযোগ্য গ্রহ খুঁজে বের করার পক্ষে এই একটাই শর্ত। সৌরজগতের এত গ্রহের মধ্যে তার বিন্দুমাত্র ইঙ্গিতও যদি কোথাও পাওয়া যায়, আনন্দের সীমা থাকে না আমাদের।
এক্ষেত্রে সুখবর নিয়ে এলো রোবট 'ঊখট' বাতাসের আর্দ্রতাকে কাজে লাগিয়ে যে কোনো গ্রহে হাজার হাজার লিটার পানি জমা করতে সক্ষম রোবটটি তৈরি করেছেন মিসরের তরুণ প্রকৌশলী মাহমুদ আল কেমি।
বর্তমানে লালগ্রহে অনেক বেশি আর্দ্র আবহাওয়া বিরাজ করলেও অতিরিক্ত বায়ুমণ্ডলীয় চাপের কারণে সেখানে তরল পানি থাকা সম্ভব নয়। কিন্তু সেখানে রয়েছে বরফ। পৃথিবীর কাছাকাছি বসবাসের বিকল্প গ্রহের সন্ধানে দীর্ঘদিন ধরেই মঙ্গলে প্রাণ ও পানির অস্তিত্ব নিয়ে গবেষণা করে আসছিলেন বিজ্ঞানীরা। তাদের মঙ্গলগ্রহের অভিযানে অনুপ্রাণিত হয়েই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ঊখট রোবট তৈরি করেন মাহমুদ।
প্রকৌশলী মাহমুদ আল কেমি বলেন, ঊখট-তে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা বাতাসের আর্দ্রতা থেকে পানিকে আলাদা করতে পারে। এটি স্বয়ংক্রিয়ভাবে মঙ্গলের উচ্চ আর্দ্রতার অঞ্চলে গিয়ে বিশুদ্ধ পানি উৎপাদনে সক্ষম। লাল গ্রহে প্রাণের অস্তিত্বের জন্য এটি বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এভাবে ঊখট কম খরচে দৈনিক ৫ হাজার লিটারের বেশি পানি জমা করতে পারে বলে দাবি করেছেন এর প্রস্ততকারক। এতে একদিকে যেমন প্রযুক্তি ব্যবহারে খরচ কমানো সম্ভব, অন্যদিকে শক্তির অপচয়ও কমবে। রোবটটি ব্যবহারে এক লিটার পানি উৎপাদনের খরচ মাত্র দেড় থেকে ২ সেন্ট, যেখানে অন্য প্রযুক্তি ব্যবহার করে একই কাজ করতে প্রায় ২০ গুণ বেশি অর্থ খরচ হয়।
ঊখট তৈরি করতে নয় মাসের বেশি সময় লেগেছে মাহমুদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।