Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হিজাব ছাড়া মহিলা কাটা তরমুজের মত’ আসলে কি বলেছে তালেবান ?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ২:২৮ পিএম | আপডেট : ২:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২১

হিজাব পড়া ছাড়া মহিলারা দেখতে কাটা তরমুজের মত বলে মন্তব্য করেছে এক তালেবান সদস্য। এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে দ্যা ইন্ডিপেনডেন্ট।তাদের দাবি স্যোসাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় এজন তালেবান সদস্য এমনটি দাবি করছেন। তবে ভিডিওটি ঠিক কোনও তালেবান সদস্যরই ছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি পশ্চিমা গণমাধ্যমটি।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, ভিডিওতে দেখা যায় তালেবান সদস্য একটি ভিডিওতে সাংবাদিকের সঙ্গে কথা বলছে। এমন সময় জানতে চাইলে তিনি হিজাবহীন একজন নারীকে বাজারে খোলা জায়গায় বিক্রি হওয়া কাটা তরমুজের সঙ্গে তুলনা করেন। খবরে অারও প্রচার করা হয় ঐ তালেবান সদস্য প্রচন্ডভাবে নারীবিদ্বেষী।

 

ভিডিওটি বিবিসির পারস্য প্রতিনিধি জিয়া শাহরিয়ার টুইটারে শেয়ার করে। তবে সেখানেও ভিডিওটি ঠিক কোথায় ধারণ করা হয়েছে বা ভিডিওতে ঠিক তালেবান সদস্যরাই কথা বলছেন কি না তা নিশ্চিত করেন নি তিনি। বিসিরি ঐ প্রতিনিধি তার টুইটারে শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লিখেন, তালেবান সদস্যরা হিজাবের গুরুত্ব নিয়ে কথা বলছেন, ‘অাপনি কি কাটা তরমুজ কিনবেন না কি অাস্তট? অবশ্যই অাস্তটা। হিজাব ছাড়া একজন নারী কাটা একটি কাটা তরমুজ’।

 

তবে এ বিষয়ে বিবিসির সিনিয়র নারী সাংবাদিক সুজনি কিয়ানপর বলেন, এটা মুলত তালেবানের বিরুদ্ধে একটি অপব্যাখ্যা এবং মিথ্যা প্রচারণা। তিনি তার টুইটারে দেয়া পোসে্ট বলেন, ‘সালেম’ একটি অারবি শব্দ। এটির অর্থ মুলত স্বাস্থ্যকর। সুতরাং এর অর্থ দাঁড়ায় তালেবান মনে করে হিজাব ছাড়া একটি নারী অস্বাস্থ্যকর।নারী সাংবাদিকের করা ব্যাখ্যা দাড়ায়, হিজার পরিাধান করলে নারীরা একটি স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল পরিচালনা করতে পারে।

 

তালেবানের স্বাসন নিয়ে পশ্চিমা মিডিয়াগুলো বরাবরই চিন্তিত। তারা মনে করেন তালেবান স্বাসনে দেশটির নারী অধিকার ক্ষুন্ন হবে। বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় তালেবান অাফগান নারীদের ঘরে অাটকে রাখতে যাচ্ছে। নারীরা তারা কাজ করে স্বাবলম্বী হবার পথে প্রতিবন্ধকতা হতে যাচ্ছে গোষ্ঠীটি। তারা মনে করেন, এবার অাফগান নারীদের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। এমন নানা ধরণের উদ্বেগ, উত্‌কন্ঠা প্রচার হয়ে অাসছে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন গণমাধ্যমে। তবে, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেবার পর নারীদের বাড়ির বাহিরে কাজ করার অনুমতি দেন। অনেক নারীরাই তাদের কর্মস্থলে ফিরেছেন। টিভি চ্যানেলেও হিজাব পরা নারীর উপস্থিতি দেখা যাচ্ছে।

 



 

Show all comments
  • hamid khan ১০ সেপ্টেম্বর, ২০২১, ২:৪১ পিএম says : 0
    ঠিক কথা।
    Total Reply(0) Reply
  • ABU ABDULLAH ১০ সেপ্টেম্বর, ২০২১, ৪:০২ পিএম says : 0
    একজন নারী যদি তার অবিভাবক থাকে তার ইনকমের সোমাইস্সা না হয় তার খাওয়া থাকার অভাব না হয় ইসলামে তার চাকরি বাকরি সম্পূর্ণ হারাম
    Total Reply(0) Reply
  • Dadhack ১০ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪১ পিএম says : 0
    ইসলাম নারীদেরকে পুরুষদের থেকে তিনগুণ সম্মান দিয়েছেন মায়ের পায়ের তলে বেহেস্ত আর পুরুষের পায়ের তলে জুতা ইসলামে নারীদের কে প্রচুর শিক্ষিত হতে হবে কিসের জন্য তারা তাদের ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলবে আজকে নারী স্বাধীনতার নামে নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয়া হয়েছে নাকি নারী স্বাধীনতা আর নারীদের সবাই ভোগ করছে আজকে ইউরোপ-আমেরিকার নারীরা ইসলাম গ্রহণ করে বোরখা পরিধান করছে আর আজকে আমাদের তথাকথিত মুসলিম নারীগণ ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ