Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আফগানিস্তানে তালেবান সরকার শপথ নেবে ৯/১১-এর দিন!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:১০ এএম

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ২০ বছর পূর্তির দিন ১১ সেপ্টেম্বর আফগানিস্তানের তালেবান গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ভারত ভিত্তিক সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শপথ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে চীন, তুরস্ক, ইরান, কাতার, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে নবগঠিত তালেবান সরকার।

১৫ আগস্ট কাবুল পতনের পর মঙ্গলবার রাতে ৩৩ জনকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান (আইইএ) গঠন করে তালেবান।

তালেবান নেতা মোহাম্মদ হাসান আখুন্দকে ইসলামিক আমিরাতের প্রধানমন্ত্রী করা হয়। তালেবানের সহপ্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদারকে করা হয় সরকারের উপপ্রধান।

তালেবানের উপনেতা সিরাজুদ্দিন হাক্কানিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও সংগঠনের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্ট্যানেকজাইকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়।

এ ছাড়া, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ও তালেবান নেতা হেদায়াতুল্লাহ বদরিকে করা হয় অর্থমন্ত্রী।

আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী মোল্লা আখুন্দের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি।

হাক্কানির মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছিল এফবিআই। অন্যদিকে আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল হাক্কানির মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করা হয়েছিল।

দুই দশক আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা হয়।

সন্ত্রাসীরা চারটি বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। ওই হামলায় আল-কায়েদার ১৯ সদস্য ছাড়াও প্রায় ৩ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।



 

Show all comments
  • Al Amin Imam ১০ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৭ পিএম says : 0
    এদিনই আমেরিকার বিচার হবেই নিরাপরাধ মানুষ হত্যার জবাবে
    Total Reply(0) Reply
  • Abu Usama ১০ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৮ পিএম says : 0
    আল্লাহ্ চাইলে সব পারে,,১১/৯ দিনে আমেরিকা আফগান ছেড়ে যাওয়ার কথা ছিল,,কিন্তু সেদিন তারা শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে
    Total Reply(0) Reply
  • Surma Akter ১০ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৮ পিএম says : 0
    May Allah bless them
    Total Reply(0) Reply
  • Hafizur Rahman ১০ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৯ পিএম says : 0
    ঠিকই আছে কারন এই দিনের জন্যই ক্ষমতাচ্যুত হতে হয়েছিল, যদি এই ৯/১১ এর ঘটনা না ঘটতো তাহলে আজ হয়ত পক্ষে বিপক্ষে দেশপ্রেমিক দল পাল্টা পাল্টি দেশ শাষন করতো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ